অধ্যক্ষের বাণী


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্,

সকল প্রশংসা প্রজ্ঞাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি জ্ঞান দানের মাধ্যমে মানুষকে সৃষ্টির সেরা হিসেবে সম্মানিত করেছেন। অগণিত দরূদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর প্রতি। মাদ্রাসাটি আপনাদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত শিক্ষাবোর্ডের আওতাধীন ঐতিহ্যবাহী আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।


ধর্মীয় ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষিত, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে শিক্ষার্থীদের গড়ে তোলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে এই প্রতিষ্ঠানটিতে পবিত্র কুরআন, হাদিস, আরবি, ইংরেজি, বাংলা ও গণিত সহ বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সিলেবাস অনুসারে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।


বিগত দিনের ন্যায় এ প্রতিষ্ঠানের শিক্ষাদানের গতিকে আরো বেগবান করার লক্ষ্যে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। মহান রাব্বুল আলামীন এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি সাধনে সহায় হউন। আমিন!

 

সালামান্তে

নাম

অধ্যক্ষ